Thokbirim | logo

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রণব নকরেক-এর দুটি কবিতা

প্রকাশিত : জুন ২০, ২০২৪, ২২:১৪

প্রণব নকরেক-এর দুটি কবিতা

অভিশপ্ত সিসিফাস

আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর

ক্লান্তিতে কালো মেঘের মতো ঘনায়ে আসে ঘুম

তবু হাঁটছি অবিরত!

বৃষ্টির বিদ্রোহে ডুবে গেছে পথ

শহুরে রাস্তার মতো জীবন

লেগে গেছে দীর্ঘ যানজট!

ভেজা কাকের মতো দিগভ্রান্ত হয়ে খুঁজছি নিজের ঘর;

রাতের অন্ধকার নেমেছে দিনে অবহেলায় অবেলায়

সূর্য ডুবেছে ডুববার আগে বহুবার

মানুষের জীবনের মতো

মরার আগে মরে গেছে

শুধু আয়ু পর্যন্ত চায় বাঁচবার।

আমি কদম ফুলের ঘ্রাণ নিতে গিয়ে দেখি আমার নেই অবসর,

নেই বর্ষাতি শুধু হাঁটছি আর ভিজছি পাচ্ছিনা খুঁজে ঘর!

জানি বজ্রপাতে হঠাৎ থেমে যাবে জীবনের রথ

তবু খুঁজে খুঁজে ক্লান্ত আমি

আমার জীবন যেন বর্ষার জলজট।

হয়েছি বধির গোঙ্গা শুধু ফেলি দীর্ঘশ্বাস

জীবন যেন আমার অভিশপ্ত সিসিফাস।

 

 

গাত্রোত্থান

কিয়দ্দূর সঙ্গ দিয়ে চলে গেলে বহুদূর

তরঙ্গাভিঘাতে ভেঙে পড়া পাড়ের মতো

আমার কুল গেল ভেসে আমি জাতিভ্রষ্ট।

 

বসন্তবায়ুস্রোতে আমি এলাম তোমার কাছে

লালসাবিস্ফারিত মন্মথের মতো নয়

তখন আমি উন্মত্ত কৌমুদীবর্ণ তোমার রূপে।

 

তোমার প্রতি আমার হৃদয়ের তরঙ্গোচ্ছ্বাস

বুঝলেনা তুমি হয়তো বুঝেও বুঝনি যখন

প্রবল চৈত্রবায়ুতাড়িত মদনরসে হয়নি প্রকাশ।

 

অপ্রতিভ অবরুদ্ধ হয়ে আছি একা বহুকাল ধরে

দিগভ্রম ক্লান্ত মানবহীন কোন দ্বীপে

চক্ষুন্মীলনে দেখি ভাসছি আমি তোমার আলুলায়িত কুন্তলার ঝড়ে।

 

ঘর্মাক্তকলেবরে আমি চিরনির্বাসিত অদৃষ্টমিমূঢ় হয়ে

চিরযৌবনা রূপরসতরঙ্গ নির্দোষসুন্দরী তুমি

মনোবৃত্তি হলোনা তৃপ্ত তোমার দৈবাৎ গাত্রোত্থানে।

 

প্রদোষতিমিরে চারিদিক যখন বিমূর্ত

নবকুমারের মতো আমি দিকভ্রান্ত

কপালকুণ্ডলার মতো তখন তুমি বললে নাতো- ‘ পথিক তুমি পথ হারাইয়াছ?’

 

https://thokbirim.com/2021/09/20/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

https://www.youtube.com/watch?v=hmLkIMyPohA




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x